পিকআপভ্যান ও মটর সাইকেলেরে সংঘর্ষে প্রাণ গেল মটর সাইকেল চালক মাদ্রাসার ছাত্র মোঃ রাহিদুল ইসলাম শেখের (১৬) । মৃত মোঃ রাহিদুল ইসলাম শেখ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের মোঃ হাফিজুর রহমান শেখ এর ছেল।
আজ দুপুরে গোপালগঞ্জের ঘোনাপাড়া টু মান্দার তলা বাইপাস সড়কের পাথালিয়া এলাকায় উক্ত মুখোমুখি সংঘর্ষ হয় । এতে মোঃ রাহিদুল ইসলাম শেখ ঘটনাস্থলেই নিহত হন এবং তার মটর সাইকেলে থাকা আরহী তার চাচী (৩৫) আহত হন । তিনি গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।
পরিবারের আবেদনের পরিপেক্ষিতে তার লাশ ময়না তদন্ত ছাড়াই তার নিজ বাড়ীতে এনে দাফন কাফনের ব্যবস্থা করেন ।