শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

রাজধানীতে তিন বন্ধু কে অচেতন করে মোবাইল ও নগদ টাকা নিয়ে উধাও

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
  • আপডেট সময় শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

কাকরাইল মোড়ে তিন বন্ধু অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাদের নাম ফারদী (১৬)। শাওন(১৬) ও সোহান(১৭)তাদের কাছ থেকে দুটি মোবাইল ও নগদ ১হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বুধবার (৩ মে) রাত ১০টায় এ ঘটনাটি ঘটে।

তিন বন্ধু অচেতন অবস্থায় পড়ে এসময়ে সেখানে এক দোকানদার তাদের পানি ছিটিয়ে জ্ঞান ফিরান বলে জানান তারা

জানা যায় তিন বন্ধু পুরান ঢাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র তারা বেইলি রোড থেকে রিকশা যোগে বাসায় ফেরার পথে কাকরাইল মোড়ে ওভারব্রিজের পাশে কফি লাইম দোকান জুস খেয়ে রিকশা যোগে যাওয়ার পথে ইসলামি হাসপাতালের সামনে পিছন থেকে আরেক রিকশা আরোহী রিকশা থামানো জন্য ডাকতে থাকেন।এমন সময় রিকশা থামালে রিকশা ওয়ালা কে মারধর ওরা প্রতিবাদ করলে তিন বন্ধু ভয়ভীতি প্রদর্শন করে। পরে ওদের কাছে থাকা দুটি মোবাইল সেট ও নগদ ১ হাজার টাকা হাতিয়ে নেন।

ফারদী জানান। আমাকে আমার দুই বন্ধু কে নীল শার্ট পরিহিত যুবক হাত আমাদের তিনজনের নাকের সামনে নেয়ার পর আমাকে রাতুলে এন্টারপ্রাইজ থেকে ৩ টি ভিজিটিং কার্ড নিয়ে আসতে বলে আর দুই বন্ধু কে অন্যদিকে দৌড়াতে বলে। আমি এসে দেখি আমাদের মোবাইল সেট ও নগদ টাকা নিয়ে উধাও পরে সেখানে তিন বন্ধু অচেতন হয়ে পরে থাকলে এক দোকানদার তাদের কে পানি ছিটিয়ে জ্ঞান ফিরান। পরে রিকশা করে তিন বন্ধু কে পুরান ঢাকায় পাঠান বলে জানা যায়।এ ব্যাপারে পরের দিন ৪/৫/২৩ ইং তারিখে পৃথক ভাবে সোহানের পিতা বাদী হয়ে একটি সাধারণ ডায়রী ও ফারদী বাদী হয়ে একটি অভিযোগ পল্টন মডেল থানায় দায়ের করে।তদন্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করে ব্যবস্থা নিবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর