বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

নাশকতার মামলায় ০৪ জন নাশকতাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

কেরানীগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে

১। গত ২৮ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ হতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন ও বিএনপি নেতাদের মুক্তির দাবিতে বিএনপি/জামায়ত এর নেতাকর্মীরা অবরোধের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন ভাংচুর ও ককটেল নিক্ষেপ/দাহ্য পদার্থ দ্বারা বাসে অগ্নিসংযোগ করে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এমনকি গত ২৮/১০/২০২৩ খ্রিঃ তারিখের নারকীয় তাণ্ডবে একজন পুলিশ কনস্টেবলকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাসহ সারা দেশে ব্যাপক নাশকতা শুরু করে।

২। এরই ধারাবাহিকতায় গত ২২ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ দুপুরে ও সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্টন, যাত্রাবাড়ী, খিলগাও ও মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি ঢাকার পল্টন থানার মামলা নং-০৯,তারিখ-০৩/১১/২০২৩ খ্রিঃ, ধারাঃ ১৪৭/১৪৮/১৪৯/৩৪৫/৩০৭/১০৯/৩৪ পেনাল কোড ১৮৬০; মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ১।  সিরাজদিখান থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমিন উদ্দিন চৌধুরী (৫৬), পিতা- মৃত মিয়াজ উদ্দিন চৌধুরী, সাং-চর পানিয়া, থানাঃ সিরাজদিখান,জেলা- মুন্সিগঞ্জ ২। কুয়ালালামপুর মহানগর যুবদল, মালয়শিয়া এর সহ-সভাপতি মোঃ মিজান ঢালী (৩৭),পিতা- মোঃ আব্দুল খালেক ঢালী, সাং- চন্দনধুল, থানাঃ সিরাজদিখান,জেলা- মুন্সিগঞ্জ এবং ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং- ৮৮, তারিখ-২৩/১০/২০২৩ খ্রিঃ, ধারা- ০৩, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৫৩/১০৮ পেনাল কোড ১৮৬০; মামলার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামী ৩। মাসুদ পাটোয়ারী (৪৮), পিতা- মোহাম্মদ পাটোয়ারী, সাং-মমিনপুর, থানা-চাটখিল, জেলা-নোয়াখালি এবং ডিএমপি ঢাকার গেন্ডারিয়া থানার মামলা নং- ২৭, তারিখ-২৭/১০/২০২৩ খ্রিঃ, ধারা- ০৩/০৪, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন, তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৮৬/৩২৩/৩০৭/১৮৬/৩৩২/৩৫৩/১০৯ পেনাল কোড ১৮৬০; মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ৪। ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর,সাধারন সম্পাদক, গেন্ডারিয়া থানা বিএনপি মোঃ আব্দুল কাদির (৫৫), পিতা- মৃত আব্দুল হাকিম সাং- ৯৯ ডিস্টিলারি রোড, নামাপাড়া, থানা- গেন্ডারিয়া, ডিএমপি,ঢাকাসহ মোট ০৪ জন আসামি’কে গ্রেফতার করে।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও তারা ইতোপূর্বে রাজধানীর পল্টন, যাত্রাবাড়ী, খিলগাও এবং মুন্সিগঞ্জের সিরাজদিখানসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ী ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতা মূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়।

৪। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর