বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন

ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী সুফি মিয়া’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

১। গতকাল ২৪ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। সিলেট জেলার জালালাবাদ থানার মামলা নং-১০(০৩)২১, ধারা-৩৯৫/৩৯৭ দÐ বিধি ১৮৬০, ২। বিশ্বনাথ থানার মামলা নং-০২(১০)১৭, ধারা-১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ এবং ৩। বালাগঞ্জ থানার মামলা নং-০১(০১)১৮, দায়রা-৫৫৭/২০৫, জিআর-৪৯/১৪, ধারা-৩৯৫/৩৯৭ দÐ বিধি ১৮৬০; উল্লেখিত ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী সুফি মিয়া (৩৯), পিতা-মৃত ইদ্রিস আলী, সাং-নওধার পূর্বপাড়া, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট’কে গ্রেফতার করে।

২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উপরোক্ত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় পুলিশের হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে জামিনে বের হয়ে আত্মগোপন করে দীর্ঘদিন যাবৎ রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিল বলে জানা যায়।

৩। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর