এটা স্বপ্ন নয় বাস্তব । গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড থেকে পাটগাতী বাজার সোনালী ব্যাংকের মোড় পর্যন্ত রাস্তা নতুন ভাবে তৈরী করার কিছুদিন পর থেকেই ভাঙ্গাচোড়া হয়ে যায় খানাখন্দরের ভিতর দিয়ে চলা ফেরাই দ্বায় । দীর্ঘ কয়েক বছর ধরে মানুষ খুব কষ্ট করে চলাফেরা করছেন । এতে মানুষের চলাচলের দুর্ভোগ কমানোর জন্য কর্তৃপক্ষের কোন রুপ কোন ব্যবস্থা গ্রহন করতে দেখা যায়নি । তবে আজ বঙ্গবন্ধু কন্যা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পারিবারিক সফরে টুঙ্গিপাড়ায় এসে জাতির জনকের স্মৃতিবিজড়িত নবনির্মিত পাটগাতী লঞ্চঘাট দেখতে যাবেন । সেই জন্য গত কাল বৃষ্টির মাঝেও রাস্তাটি এত সুন্দর ভাবে মেরামত করা হয়েছে মনে হচ্ছে রাস্তাটি যখন নতুন ভাবে করা হয়েছিল তার চেয়ে অনেক বেশী মসৃণ ও সুন্দর হয়েছে । রাস্তাটিতে আজ চলে স্বপ্নের মত মনে হচ্ছে । তাই আবারো বলছি আমরা বাঙ্গালী আমরা - ই পারি কাজের ১৬ আনার স্থলে ১৪ আনা ফাকি দিয়ে কাজ সম্পন্ন করতে আবার নিশ্চিত শাস্তির হাত থেকে পরিত্রান পাওয়ার জন্য কোথায় কিভাবে তেল মারতে হবে ।
এভাবে যদি সফল ও সৎ রাষ্ট্র নায়ক বা রাষ্ট্র নায়কের সৎ প্রতিনিধি গন রাষ্ট্রের বিভিন্ন স্থানে গিয়ে উন্নয়নের খোজ খবর নেন তবে দেশের মানুষের অনেক জটিল সমস্যার সমাধান হত । জয়তু শেখ হাসিনা ।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara