অবৈধ গাড়ীর অবৈধ চলাফেরা , দাপিয়ে বেড়ায় রাস্তা কাপিয়ে সারা বাংলা । নিয়ম নীতির ধার ধারেনা কাউকে এরা পরোয়া করেনা , কেবল পুলিশ ধরলে বিশ টাকা , সিংহের মত রাস্তা চলা । ধারন ক্ষমতার চেয়ে বেশী মালামাল বহন , বডির উপরে ইট বহন যা ঝাকিতে পড়ে কারো জীবন বিপন্ন হতে পারে, বডির উপর বালি বোঝাই করে পথ চলা যা সারা পথ বালি উড়তে থাকে পিছনে থাকা গাড়ীর চালকের চোখে গিয়ে মুহুর্তে শেষ হতে পারে তার জীবন । এভাবে হাজারো অপরাধ করে রাস্তা চলে অবৈধ গাড়ীর মিছিল । অন্য দিকে এতসব অত্যাচার অবিচারের শিকার হয়ে যখন বৈধ গাড়ীগুলো পথ চলে তখন মোড়ে মোড়ে হেনাস্ত হন পুলিশের দ্বারা । কাগজ পত্র ঠিক থাকুক বা না থাকুক গুনতে হবে পুলিশের চাহিদা মত টাকা । আর টাকা গুনতে ব্যর্থ হলে খেতে হবে মামলা । রাস্তার যানযট নিরসনে পুলিশকে না পেলে ও পাওয়া যাবে রাস্তার ফাকা কোন স্থানে দাড়িয়ে গাড়ী থামিয়ে টাকা নিতে । এত কিছুর পরে মনে হয় এ যেন অবৈধ গাাড়ীর অবৈধ চলাফেরা উৎসাহের হাত ছানি । তাই বৈধ নয় , অবৈধ গাড়ীই ঝামেলা মুক্ত একমাত্র পরিবহন ।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara