দ্রব্যমূল্যের উর্ধ্ব গতির জন্য জনগনের ভোগান্তি অনেক টা বৃদ্ধি পায় । সরকার জন গনের ভোগান্তি লাগবের জন্য এবং চাল ও আটার মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য আজ থেকে ও এম এস কার্যক্রম চালু করেছেন । এখানে চালের মূল্য ধরা হয়েছে ৩০ টাকা এবং আটার মূল্য ধরা হয়েছে ১৮ টাকা । জন প্রতি কার্ডের প্রকার ভেদে ৫ থেকে ১০ কেজি চাল কিনতে পারবেন । সরকারের এমন মহৎ কর্মে জনগনের মনে স্বচতি ফিরবে । এই কার্যক্রমের মাধ্যমে জনগন স্বল্প দালে চাল আটা ক্রয় করতে পারবেন এবং বাজারে ও এর প্রভাব পড়বে বলে মনে করছেন সকলে । ফলে বাজারে দ্রব্যমূল্য উর্ধ্বমুখী কিছুটা হলেও নিম্নমুখী হবে বলে আশা বাদী সকলে । সপ্তাহে শুক্র শনি ব্যতিত প্রতিদিন চলবে এই কার্যক্রম ।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara