কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
ঢাকার কেরানীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় আহসানউল্লাহ (৫০) নামে এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে এক কসাই ও তার স্বজনরা। মঙ্গলবার (২৩ মে) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর কাঁচা বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল ৯ টার দিকে চর খাসকান্দী গ্রামের মৃত হাসান আলীর ছেলে আহসান উল্লাহ গরু বিক্রির পাওনা টাকা আনতে যায় আব্দুল্লাহপুর বাজারের ভূট্রোর মাংসের দোকানে। পাওনাদার কে দেখে ক্ষেপে যান ভূট্রো, কথা কাটাকাটির একপর্যায়ে ভূট্রো পাওনাদারকে কিল-ঘুষি মারতে শুরু করে। ভুক্তভোগী আহসান উল্লাহ তাকে পাল্টা ঘুষি দিলে কসাইয়ের স্বজন হোসেন, রবি,ছাত্তার,শফিক,আয়ুব আলী, কালুসহ তার কর্মচারীরা আহসান উল্লাহ কে বেধড়ক মারধর শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্ষা করে। তবে শেষ রক্ষা হয়নি। মারধরের ১০ মিনিটের মাথায় সে মাটিতে লুটে পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এব্যপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ জামান জানান, থানার আব্দুল্লাহপুর বাজারে এক পাওনাদারকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ঘটনার প্রেক্ষিতে একটি হত্যা মামলার প্রস্তুতি চলমান।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara