সম্পাদক, দৈনিক টুঙ্গিপাড়াঃ
যানযটে অতিষ্ট নগর বাসী । সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা সত্বেও যানযট থেকে মুক্তি মিলছেনা নগরবাসীর । যানযটের বিভিন্ন কারন রয়েছে । অধিকতর গুরুত্ব সম্পন্ন কারন চিহিৃত করে তার সমাধান করলে যানযট থেকে মুক্তি মিলবে নগর বাসীর । যানযট সময় অর্থ শ্রম সব কেড়ে নেয় । তাই যানযট নিরসন হওয়া প্রয়োজন ।
অধিকতর গুরুত্ব সম্পন্ন কারন গুলির মধ্যে রয়েছেঃ
১। সিগনাল বিহীন গাড়ী চলাচল নিশ্চিত করা।
২। কাউন্টার বিহীন পরিবহন বন্ধ করা
৩। একই রুটের সারাদিনের আয় ঐ রুটের প্রত্যেকটি গাড়ীকে ট্রিপ অনুপাতে সমান ভাবে ভাগ করে দেওয়া ।
৪। রাস্তায় সকল ধরনের পার্কিং বন্ধ করা ।
৫। রাস্তা এবং ফুটপাত দখলমুক্ত করে জনসাধারনের নির্বিগ্নে চলাচল নিশ্চিত করা ।
৬। রাস্তার দুই পাশে অবস্থিত মার্কেট, দোকান পাট ,শপিংমল ,বাড়ী ঘর ,অফিস আদালত প্রত্যেককে নিজ নিজ পার্কির ব্যবহার করাতে বাধ্য করা এবং নিজ নিজ জায়গায় গ্রাহক সলভ করা ।
৭। ফুটপাত থেকে মিনিমাম ৩মিটার দুরে দোকান পাট স্থাপন করা ।
৭। গলির রাস্তা ব্যতিত মেইন রোডে রিক্সা ভ্যান চলতে না দেওয়া ।
প্রতিদিন সব কিছু বৃদ্ধি পাচ্ছে তাই এ ধরনের ব্যবস্থা ছাড়া যানযট নিরসন কতটা সম্ভম তা ভাববার বিষয় ।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara