গতকাল ০৩ জুন ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার ওয়ারী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২৮০ পুরিয়া হেরোইনসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। আবু বক্কর সিদ্দিক @ বাবু (২৩), ২। আশরাফুল আলম শিবলু (৩৪) ও ৩। গৌতম সাহা (৩৮) বলে যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল ও ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এছাড়া একই তারিখ র্যাব- ১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন জশুরগাঁও বাইপাস এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ রিফাত মোল্লা (১৯), ২। মোঃ সুজন শেখ (২০) ও ৩। তানভির আহম্মেদ তন্ময় (২১) বলে যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ- ৬০০/- (ছয়শত) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ ওয়ারী ও শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইন ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara