কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর মালিভিটা এলাকার ইদ্রিস ফকিরের মেঝ ছেলে বাবুল ও তার স্ত্রী তিন ছেলে শাকিল, শান্ত,ও একিন মিলে শাবল মিয়া মারধর করছে।খবর পেয়ে প্রবাসী আসগর আলী ও তার স্ত্রী হেলেনা বেগম, ছোট মেয়ে তাসমীম সোনাকান্দা থেকে খবর পেয়ে বাসায় ছুটে আসলে তাদেরকে ও বেদর পেটান তারা সবাই মিলে জানা যায় শাকিল তাসমীম কে বেদর মারধর করে। এসময়ে প্রবাসী পিতা আসগর আলীর সবাই মিলে মেরে পা ভেঙে ফেলে। এসময়ে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে বাবুল ও তার ছেলেরা এই হুমকি প্রদান এই বিষয় নিয়ে থানা পুলিশ কে জানালে অভিযোগ দিলে প্রবাসী আসগর আলীর একমাত্র তাসিন (৬) বছরের শিশু ছেলে কে মেরে নদীতে ভাসিয়ে দিবে।ঘটনাটি ঘটে বুধবার সকাল ১১ঘটিকার সময়ে মালিভিটা এলাকার ইদ্রিস ফকিরের বাড়ীতে
বর্তমানে প্রবাসী আসগর আলী ও তার নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুনরায় যেকোন সময় তাদের উপর ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলা করতে পারে বলে তার মেয়ে আখি জানান।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara