কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমুঃ
বাংলাদেশ পুলিশের ঢাকা জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার পেলেন কেরানীগঞ্জ মডেল থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মো: সোহরাব হাসান তালুকদার। আজ ২২ জুন ২০২৩ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক আয়োজিত ঢাকা পুলিশ লাইন্স, মিল ব্যারাক কনফারেন্স হল রুমে পুলিশ সুপার মহোদয় মাসিক প্রশাসনিক ও অপরাধ সভায় অভিন্ন মানদণ্ডের আলোকে মে মাসের মূল্যায়নে কেরানীগঞ্জ মডেল থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার মনোনীত হন এএসআই মো: সোহরাব হাসান তালুকদার। তার হাতে সম্মাননা পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান (বিপিএম বার)। এ সময়ে আরো উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মো: সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা)জনাব মোবাশশিরা হাবীব খান (পিপিএম)। এ বিষয়ে এএসআই মো: সোহরাব হাসান তালুকদার মহান আল্লাহ তা'য়ালার শুকরিয়া জ্ঞাপন করে বলেন, আমার শ্রদ্ধেয় পিতা-মাতা, ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়, জনাব মো: শাহাবুদ্দিন কবীর (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মহোদয়, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ (পিপিএম), মো: খালেদুর রহমান পরিদর্শক (তদন্ত) ও মো: আশিকুর রহমান, পরিদর্শক (অপারেশন) সহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই পুরুস্কার সামনের দিকে আমার কাজের স্পৃহাকে আরো বাড়িয়ে দেবে। স্যারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি সকলের কাছে দোয়া চাই, যেন আগামীতে দেশ ও মানুষের মানবতার সেবায় কাজ করে যেতে পারি। বাংলাদেশ পুলিশ বাহিনী প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পুলিশ নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতির ও অপহরণ বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে। বাংলাদেশ পুলিশ। বাহিনী। পাশাপাশি সকলের ভালোবাসা নিয়ে নবউদ্যোমে আরো ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে সকলের দোয়া কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara