র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ২০ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ ও র্যাব-১ এর যৌথ আভিযানে গাজীপুর জেলার সদর থানাধীন টেকনগপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে রাজধানী ঢাকার বংশাল থানার মামলা নং- ৬৭(০৫)১০, মেট্রো দায়রা মামলা নং- ৬৮৫৭/১০; ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ৩(খ)/২৫ উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং পাঁচবিবি থানার মামলা নং-২৮ তারিখ-২৭/১১/২০১০ খ্রিঃ; ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(১)(বি) উক্ত মামলায় ওয়ারেন্টভূক্ত দীর্ঘদিনের পলাতক আসামি কুখ্যাত মাদক ব্যাবসায়ী মোঃ ফারুক হোসেন @ শরীফ (৪৩), পিতা-মোঃ আজগর আলী, সাং-পেটালিয়া, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর, বর্তমান সাং-সুরিটোলা, থানা-বংশাল, জেলা-ঢাকা‘কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন নগদ- ৯২৫/- (নয়শত পঁচিশ) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ও ওয়ারী এলাকায় অপর দুইটি অভিযান পরিচালনা করে ০১ বছর ০৪ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রুপচান সরকার, পিতা- যাদব চন্দ্র সরকার, সাং- নতুন বান্দুরা, থানা- নবাŸগঞ্জ, জেলা-ঢাকা ও ০৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতলাফ হোসেন মিন্টু (৬০), পিতা- মৃত আজহার উদ্দিন, সাং- উত্তর কুসুমপুর, থানা- সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে।
এছাড়াও একই তারিখ র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ০৮ মাসের সাজাপ্রাপ্ত ও ৯,০০,০০০/- টাকা জরিমানা দন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মন্নু কবিরাজ, পিতা- আমজাদ কবিরাজ, সাং- ব্রক্ষন্দী, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামিরা উক্ত ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারা নিজদেরকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara