কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমুঃ
২৭ জুলাই ২০২৩, রাজধানীর কেরানীগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয় এর৫৩ তম শুভ জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) উপজেলার জিনজিরাস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার একমাত্র পুত্র সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। পরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মনির হোসেন ও ইর্বাহীম। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী মেম্বার, সহ সভাপতি রফিক গাজী, কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক আসাদুজ্জামান রাসেল ও আল ফয়সাল মুন্না , সহ-সভাপতি শাহ সেলিম আহমেদ বাবু, সোহেল রানা, মোছলেম সরকার, রফিক গাজী, দফতর সম্পাদক ফারুক আহমেদ। জিনজিরা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফজলে রাব্বি ইভান, আগানগর আঞ্চলিক শাখার সভাপতি মানিক শেখ, শুভাঢ্যা ইউনিয়নের সভাপতি আবুল কাসেম, কোন্ডা ইউনিয়নের সভাপতি ইকবাল হোসেন, তেঘরিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আজগর আলী, আগানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আজহার মাহমুদ। সহ সেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara