কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার অন্যতম প্রবেশ দ্বার কেরাণীগঞ্জের কদমতলী গোলচত্বরে। কেরাণীগঞ্জের অত্যন্ত জনবহুল ও জনাকীর্ণ এলাকা। প্রয়োজনে অপ্রয়োজনে যেখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম। প্রতিদিনের এই হাজারো মানুষের চাহিদার সাথে তাল মিলিয়ে এখানে গড়ে উঠেছে আধুনিক মানের বেশ কিছু হোটেল ও রেষ্টুরেন্ট। রয়েছে বেশ কয়েকটি বেকারী-মিষ্টান্ন ভান্ডারসহ ফাষ্ট ফুডের দোকানও। এরই মাঝে সেখানে আজ উদ্বোধন করা হলো আরো একটি আধুনিক মানের বিরিয়ানী হাউজ। দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত খেকে আজ ১১ সেপ্টেম্বর সোমবার এ বিরিয়ানী দোকান হিসেবে টুইন টাওয়ার কাচ্চি ডাইন শুভ উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম,সাধারন সম্পাদক ডা.মো.সেলিম, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাজী রাসেল মেম্বার
যুবলীগ নেতা মো,ইয়াসিন,মো.শাহিন,মো.রফিক,
আগানগর ইউপি সদস্য মো.শাহিন, মো.রাসেল হোসেন আকাশ,দেলোয়ার হোনে দিলু,আহসান তুহীন,আব্দুল রাজ্জাক রুবেলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কদমতলী গোলচত্বর মাহফুজা ভিলার নীচ তলায় প্রতিষ্ঠিত এ কাচ্চি ডাইনের সত্বাধিকারি মো. জাহাঙ্গীর আলম বলেন,
টুইন টাওয়ার কাচ্চি ডাইন নামক এ বিরিয়ানী হাউজটিতে রয়েছে সর্বাধুনিক সকল সুবিধাসহ অত্যন্ত আধুনিক মান ও রুচি সম্মত বিরিয়ানী খাবারের ব্যবস্থা। যা পুরান ঢাকার নাজিরা বাজারের খাবারের সাথে মান আর দামের সামঞ্জস্য রেখে পরিচালিত হবে। এছাড়া শুভ উদ্বোধন উপলক্ষে রয়েছে বিশেষ আকর্ষনীয়
লাকী কুপনের ব্যবস্থা। যার প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি আকর্ষনীয় মোটর সাইকেল এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে আলাদা ধরনের দুটি বাই সাইকেল। এছাড়াও আরো চারটি আকর্ষনীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara