ঢাকার কেরানীগঞ্জে অনুমোদনহীন রাফিয়া হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানটি সর্তক করা হয়েছে। উপজেলার আটিবাজার এলাকায় সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা দিকে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিম। এসময় রাফিয়া হাসপাতালের নথি ঘেঁটে দেখা যায়, ক্লিনিকটি অনুমোদন ছাড়া হাসপাতাল, অপারেশন থিয়েটার, ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে ডাক্তার, নার্স, ল্যাব সহকারী ও টেকনিশিয়ানও ছিলোনা। মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ও ঔষধ ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিম জানান, ক্লিনিকটি অনুমোদনহীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছিল। তাদের নিজস্ব কোনো চিকিৎসকও নেই। একারণে রাফিয়া হাসপাতাল প্রাইভেট লি.কে দেড় লাখ অর্থদণ্ড দেয়া হয়েছে। তিনি আরও বলেন, অনিবন্ধিত ক্লিনিক-হাসপাতাল বন্ধের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। আগামীতেও এটি অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা আরাফাতুর রহমান উপস্থিত ছিলেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara