ফরিদপুরের কুখ্যাত মাদক সম্রাট, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও অপর একটি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডসহ মোট ২৫টি মামলায় অভিযুক্ত পলাতক আসামী রিপন কুমার দাস @রিপন মোল্যা @মনিরুজ্জামান @মনি (৪১)’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
২। এরই ধারাবাহিকতায় অদ্য ০৭ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ মাঝ রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন গঙাবদি কৃষি কলেজ বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদÐে দÐিত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি রিপন কুমার দাস @রিপন মোল্যা @মনিরুজ্জামান @মনি’কে (৪১), পিতা-নারায়ন চন্দ্র দাস @রঞ্জু মোল্লা, সাং-গোয়ালচামট, থানা-কোতোয়ালি, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সহ সকল মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক বলে স্বীকার করেছে। রিপন কুমার দাস @মনিরুজ্জামান মনি বিজ্ঞ আদালত কর্তৃক রায় ঘোষনার পর থেকে ফরিদপুরের কোতোয়ালিসহ দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল।এছাড়াও উক্ত আসামী অপর একটি মামলায় ১০ বছর সশ্রম কারাদÐে দÐিত পলাতক আসামী। উপরন্তু, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, মারামারি ও মাদকসহ ২৫টি মামলা রয়েছে বলে জানা যায়।
৪। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara