রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে চাঞ্চল্যকর বক্কর হত্যা মামলায় দীর্ঘদিনের পলাতক আসামি পারভেজ’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। র্যাব জঙ্গী, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি প্রতারণা ও ধর্ষণের মত ঘৃন্য অপরাধ দমন করে ভুক্তভোগী নিরীহ জনসাধারণের ভরসাস্থল হয়ে উঠেছে র্যাব। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতোমধ্যে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১১ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ দুপুরে ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজাধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন নবীনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে যাত্রাবাড়ী থানার মামলা নং- ১০৯, তারিখ- ১৭/০৮/২০২২ খ্রিঃ, ধারাঃ ৩২৬/৩০৭/৩০২/৩৪ দন্ড বিধি (চাঞ্চল্যকর বক্কর হত্যা) মামলার পলাতক আসামি মোঃ পারভেজ (২৮), পিতা- মোঃ শাহ আলম, সাং- মীরহাজিরবাগ, থানা- যাত্রাবাড়ী, ঢাকা’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকাÐের সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে উক্ত মামলা রুজুর পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara