পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা:) উপলক্ষে ১২ ই অক্টোবর বৃহস্পতিবার বাদ মাগরিব পুরান ঢাকার বানিয়া নগরে পীর সাহেব বাড়ীর খানকার গদিনশীল মোহাম্মদ সাফেয়াত উল্লাহ চিশতি সাবেরীর উদ্যাগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।হাফেজ কারী সৈয়দ সাইদুর রহমান, এসময়ে উপস্থিত ছিলেন। দেশের সুনামধন্য সমীর কাওয়াল,শেখ রাসেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহতাবউদ্দিন সানি মাহতাব, আসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য আলমগীর হোসেন,সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সৈয়দ মাহবুবুর রহমান, রবিন, ইমরান হোসেন ইমু, মনির আকন, ওয়ারীর বিশিষ্ট ব্যবসায়ী সেলিম,
মাগরিবের নামাজের পর থেকে শুরু হয়।আলোচনা পর্ব পরে বাদ এশা মিলাদ মাহফিল শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারী সৈয়দ সাইদুর রহমান,
এছাড়াও মিরপুরের মুন্না কাওয়াল ও তার দল
রাসুলুল্লাহ সাঃ শানে, মওলা আলীর শানে ও খাজা গরীবে নেওয়াজের শানে মন মাতানো নাদে রাসুল, ও কালাম এবং কাওলী পরিবেশন করেন। পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে খানকার ভক্ত ও আশেকানরা উপস্থিত ছিলেন। পরে সবার মাঝে তবারক বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara