টুঙ্গিপাড়া সংবাদদাতাঃ
টুঙ্গিপাড়া উপজেলার মুন্সিরচর গিমাডাঙ্গার মোতালেব শেখের ছেলে তাহিন শেখ কে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুুলিশ । সুনির্দিষ্ট অভিযোগ ও ওয়ারেন্ট এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে ।
জানা যায় তিনি এলাকায় বহুল আলোচিত মাদক ব্যবসায়ী , মটর সাইকেল ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িত । এছাড়া তিনি নারীর ফাঁদে ফেলে মানুষকে জিম্মি করে ও বিভিন্ন জায়গায় আটকিয়ে রেখে নির্যাচন চালিয়ে মুক্তিপন আদায় করতেন । তিনি একটি সংঘবন্ধ চক্রের প্রধান তার অধীনে নারী সহ অনেকে অপরাধের সংগে যুক্ত ।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার আমিনুর রহমান এর নির্দেশে এসআই সুবীর সূত্রধর, এসআই ইব্রাহিম এবং এসআই বরেন্দ্র এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীরচর গিমাডাঙ্গা হতে তাকে গ্রেফতার করা হয় । পরে ১৭ নভেম্বর বিজ্ঞ আদালতের সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরন করেন ।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আমিনুর রহমান গণমাধ্যম কর্মীদের জানান, তাহিন শেখ এর বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় ৪ টি জি আর মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। তাহিন শেখ টুঙ্গিপাড়া থানা এলাকায় নারীর ফাঁদে ফেলে বহু লোককে নির্যাতন করে মুক্তিপন আদায় করত এছাড়া মাদক সহ বিভিন্ন অপরধের সহিত জড়িত ।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara