ঢাকা-পাবনা রুটের একটি বাসে ভাড়া নিয়ে তর্কের জেরে যাত্রীর লোকজনের ছুরিকাঘাতে বাসের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে পাবনায়ব মাছরাঙ্গা পরিবহনের বাসের স্টাফ ও যাত্রীর লোকজনের মধ্যে মারামারির এক পর্যায়ের নিহতের এ ঘটনা ঘটে। নিহতের নাম জুবায়ের রহমান (২৫)। তিনি পাবনা শহরের গাছপাড়া খাঁপাড়া এলাকার জাহিদুর রহমান ছেলে। জুবায়ের ওই বাসের সহকারী (হেলপার) ছিলেন। আটক ব্যক্তির নাম মারুফ হোসেন সুমন (৪০)। তিনি সদর উপজেলা আরিফপুর এলাকার বাসিন্দা। নিহত পরিবার জানায়, ঢাকার গাবতলী থেকে বাস যাত্রীর সঙ্গে সুপারভাইজার ও সহকারীর কথা কাটাকাটি হয়। পাবনায় এসে বাস থামালে সেই যাত্রী লোকজন এসে গাড়ি চালক ও সুপারভাইজারের সঙ্গে মারামারি শুরু হয়। এ সময় জুবায়েরকে তারা ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই হত্যাকাণ্ড কে কেন্দ্র করে পাবনা কেন্দ্র বাস টার্মিনালে পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা আলাল ও শেখ রনির নেতৃত্বে সাধারণ শ্রমিকদের অংশগ্রহণে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara