১। গত ২৮ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ হতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন ও বিএনপি নেতাদের মুক্তির দাবিতে বিএনপি/জামায়ত এর নেতাকর্মীরা অবরোধের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন ভাংচুর ও ককটেল নিক্ষেপ/দাহ্য পদার্থ দ্বারা বাসে অগ্নিসংযোগ করে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এমনকি গত ২৮/১০/২০২৩ খ্রিঃ তারিখের নারকীয় তাণ্ডবে একজন পুলিশ কনস্টেবলকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাসহ সারা দেশে ব্যাপক নাশকতা শুরু করে।
২। এরই ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ডেমরা, কোতয়ালী, বংশাল ও লালবাগ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হবিগঞ্জ জেলার লাখাই থানার মামলা নং-০২, তারিখ-০৮/১১/২০২৩ খ্রিঃ; ধারা-১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪ তৎসহ দন্ডবিধি আইনের ১৪৩/১৮৫/৩০৭/৩৫৩/১১৪/৩৪; মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ১। শাহ্ আলম গোলাপ (৪৫), পিতা-মৃত কটু মিয়া, সাং-বামৈ পূর্বগ্রাম, থানা-লাখাই, জেলা-হবিগঞ্জ ২। মোঃ শামছুল ইসলাম (৪৬), পিতা-মোঃ আব্দুল ওয়াহিদ, সাং-মানপুর, থানা-লাখাই, জেলা-হবিগঞ্জ এবং লালবাগ থানার মামলা নং-৩৬, তারিখ - ২৫/০৫/২০২৩ খ্রিঃ ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ ৩/৪/৬ বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮; মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ৩। দপ্তর সম্পাদক, ২৪ নং ওয়ার্ড, লালবাগ থানা বিএনপি মোহাম্মদ রাহাতুল ইসলাম (৫৫), পিতা: মৃত হাজী নুরুল ইসলাম, সাং- ৪২/৪, রাজনারায়ণ ধর সড়ক, থানাঃ লালবাগ, ঢাকা এবং ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং-৯৮(১০)২০২৩, ধারা- ০৩, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন তৎসহ ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৫৩/১০৮; পেনাল কোড ১৮৬০; মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামী ৪। জিন্নাতুল ইসলাম মজুমদার (৪৪), পিতা- মৃত মাহফুজুর রহমান, সাং- নোয়াপুর,থানা- পরশুরাম, জেলা-ফেনীসহ মোট ০৪ জন আসামি’কে গ্রেফতার করে।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও তারা ইতোপূর্বে রাজধানীর ডেমরা, কোতয়ালী, বংশাল ও লালবাগ এলাকায় গাড়ী ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতা মূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়।
৪। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara