কেরানীগঞ্জ সংবাদদাতাঃ
ঢাকার কেরানীগঞ্জে আজ শতাধিক মোটরসাইকেল চালককে(বাইকার) হেলমেট প্রদান করেছে ঢাকা জেলা পুলিশ। দুপুরে কদমতলী এলাকায় চালকদের হাতে হেলমেট তুলে দেন পুলিশ সুপার আসাদুজ্জামান।
ঢাকা জেলা (দক্ষিণ) ট্রাফিক বিভাগের আয়োজনে ও স্টিল্থ ইন্ডাস্ট্রি লিমিটেডের সহযোগিতায় এসময় আরও উপস্থিত ছিলেন- ,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অফস আমিনুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মামুন অর রশিদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার ওসি মোহাম্মদ শাহজামান, ঢাকা জেলা ট্রাফিকের দক্ষিনের এডমিন মোঃ জাকির হোসেন , টিআই মাহফুজ, টি আই জিন্নাত, সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন
ও স্টিল্থ স্টিল্থ ইন্ডাস্ট্রি লিমিটেডের হেড অব মার্কেটিং ইমরান হোসেন।
পুলিশ সুপার বলেন, আজকে ৫০০ শত হেলমেট বিতরণ করলাম দুর্ঘটনা ঝুঁকি এড়াতে মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট পড়া বাধ্যতামুলক। হেলমেট ব্যবহার না করলে ৩ হাজার টাকার মতো জরিমানা করা হয়। অথচ এক থেকে দেড় হাজার টাকার মধ্যে ভালোমানের হেলমেট পাওয়া যায়। এ বিষয়ে হেলমেটবিহীন চালকদের মুলত সচেতন করতে জরিমানা না করে হেলমেট উপহার দিয়ে পুরষ্কৃত করা হলো। যাতে ভবিষ্যতে তারা হেলমেট ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়ে। ফলে দুর্ঘটনা ঘটলেও সেটার ঝুঁকি অনেক কম হবে।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara