খসড়া সংবাদ বিজ্ঞপ্তি
৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক মেডিক্যাল ক্যাম্প পরিচালনা
১। ০৭ জানুয়ারি ২০২২ (শুক্রবার)। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক
ডিভিশন অদ্য ০৭ জানুয়ারি ২০২২ তারিখ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় অবস্থিত গিমাডাঙ্গা উচ্চ বিদ্যালয় এলাকায় আর্থিকভাবে অস্বচ্ছল ও দুঃস্থ মানুষের স্বাস্থ্য সেবায় এক বিশেষ মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেছে। সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল কর্তৃক পরিচালিত এ মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে সর্বস্তরের জনগণ বিশেষ উপকৃত হয়েছে। এ দিন যশোর সেনানিবাসের চিকিৎসক দল প্রায় ৪০০ জন বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুদের এ স্বাস্থ্যসেবা প্রদান করে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর নির্দেশক্রমে চলমান শীতকালীন প্রশিক্ষণে অংশরত অবস্থায় ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যগণ আর্তমানবতার সেবায় নিরলসভাবে বিভিন্ন জনসেবামূলক কর্মকান্ড নিয়মিতভাবে পরিচালনা করছে।
২। জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, জি এর সার্বিক তত্ত্বাবধানে যশোর ও খুলনা অঞ্চলের বিভিন্ন জেলায় নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের এমন আন্তরিক সহায়তা এ অঞ্চলে বিশেষ প্রাণচাঞ্চল্যের সঞ্চার করেছে। এ কার্যক্রম তদারকিতে আজ ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এ মেডিক্যাল ক্যাম্পেইন পরিদর্শনে আসেন। সব সময়ের ন্যায় বাংলাদেশ সেনাবাহিনীর যশোর অঞ্চলের সেনাসদস্যগণ দেশের সকল প্রয়োজনে নিরলস কাজ করে যাবার প্রত্যয়ে অবিচল থাকবে।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara