১। গত ২৮ অক্টোবর ২০২৩ খ্রিঃ তারিখ হতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন ও বিএনপি নেতাদের মুক্তির দাবিতে বিএনপি/জামায়ত এর নেতাকর্মীরা অবরোধের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন ভাংচুর ও ককটেল নিক্ষেপ/দাহ্য পদার্থ দ্বারা বাসে অগ্নিসংযোগ করে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এমনকি গত ২৮/১০/২০২৩ খ্রিঃ তারিখের নারকীয় তাণ্ডবে একজন পুলিশ কনস্টেবলকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাসহ সারা দেশে ব্যাপক নাশকতা শুরু করে।
২। এরই ধারাবাহিকতায় গতকাল ০২ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ সকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালি থানার মামলা-০৫, তারিখ-০২/১১/২০২৩ইং, ধারা-১৪৩/৩২৩/৪৩৫/৪২৭/৫০৬ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪; মামলার পলাতক আসামী কেশব (৫২), পিতা-মৃত নিরদ কুমার মিত্র, সাং- ব্রাহ্মণকান্দা, থানা-কোতোয়ালি, জেলা-ফরিদপুর‘কে গ্রেফতার করে।
৩। এছাড়া একই তারিখ রাতে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অপর দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর থানার মামলা নং-৫৭ তাং-২৩৫/২৩ খ্রিঃ ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৪৩৫/৪২৭ দন্ডবিধি তৎসহ বিস্ফোরক আইনের ০৪; মামলার তদন্তেপ্রাপ্ত পলাতক আসামী ১। মোঃ আব্দুল আউয়াল টিপু (৫৩), পিতা-মৃত মজিবুল হক, সাং-নাটেশ^র, থানা-সোনাইমুড়ি, জেলা-নোয়াখালী ও ২। মোঃ লৎফর রহমান (৬৪), পিতা- মৃত আরশাদ বেপারী, সাং-কানাইপুর, থানা-কোতয়ালি, জেলা-ফরিদপুর’দের গ্রেফতার করে।
৪। এছাড়াও একই তারিখ রাতে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কদমতলী ও যাত্রাবাড়ী এলাকায় অপর দুইটি পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং-৩৯ তাং-১৪/১১/২৩ খ্রিঃ ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি; মামলার এজাহার নামীয় পলাতক আসামী ১। মোঃ তরিকুল ইসলাম সোহাগ (৪২), পিতা-মৃত দেলোয়ার হোসেন, সাং-পাটরবাগ দনিয়া, থানা-কদমতলী, ঢাকা এবং রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং-৫৭, তাং-২০/১১/২৩ খ্রিঃ, ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি; ৫০ নং ওয়ার্ড বিএনপির যুবদলের সদস্য মোঃ মনির হোসেন @ শিলু (৫১), পিতা- মৃত আব্দুর সোবাহান, সাং- বড় বাড়ি, থানা- যাত্রাবাড়ী, ঢাকা’দের গ্রেফতার করে।
৫। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামীরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও তারা ইতোপূর্বে রাজধানীর লালবাগ, কামরাঙ্গীচর, কদমতলী, যাত্রাবাড়ী এবং মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় গাড়ী ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতা মূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়।
৬। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara