বিনোদন নিউজ মোঃ ইমরান হোসেন ইমুঃ
এ প্রজন্মের উদীয়মান কন্ঠ শিল্পী রাকা পপি।
সংগীত অংগনে আধুনিক গানের পাশাপাশি বেশ কিছু ফোকগানও গেয়েছেন। বিভিন্ন টেলিভিশন, বেতার এবং স্টেজ শো নিয়ে দেশ ও দেশের বাইরে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। এছাড়া নিজের বেশ কিছু মৌলিক গানের কাজ চলছে। ছোটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক পরিমন্ডলের মধ্যেই বেড়ে ওঠায় তার সঙ্গীতের প্রতি অগাধ ভালোবাসা তৈরি হয়েছে ।বেশি বেশি মৌলিক গান নিয়ে কাজ করাকে বেশি পছন্দ করেন এই শিল্পী। আর সেটা যদি কোনো অতি পছন্দের কোনো শিল্পীর সাথে ডুয়েট গান হয় তাহলে তো ভালো লাগার মাত্রা টাও অনেক বেশি। সম্প্রতি রামানন্দ সরকারের কথা ও বরেন্য সংগীত পরিচালক মাকসুদ জামিল মিন্টু এর সুরে জনপ্রিয় সংগীতশিল্পী আগুন এর সাথে চমৎকার রোমান্টিক ধাঁচের একটি ডুয়েট গানে কন্ঠ দিয়েছেন। এই গানটি সংক্রান্তে আগুন বলেন,গানের কথা গুলো অনেক সুন্দর এবং সুরও সঙ্গীত অনেক চমৎকার হয়েছে। গানটি বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের স্টুডিওতে সম্মানিত পরিচালক এর তত্ত্বাবধানে রেকর্ড হয়েছে । রাকা পপির গাওয়া "ও কালাচাঁন " গানটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা ও ভালোবাসা পেয়েছে। তাছাড়া হে মহান নেতা, গোধূলী বিকেল, ঐ চাঁদ মেঘে মিলেছেসহ অনেক জনপ্রিয় গান রয়েছে তার ঝুলিতে। এ প্রসঙ্গে তিনি বলেন " সবসময়ই চেষ্টা করি ভালো কথা ও সুরের নতুন নতুন গান করতে ।ভালো গান উপহার দিয়ে দর্শকের ভালোবাসা পেলেই একজন শিল্পীর সার্থকতা।"
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara