প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ৬:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৩, ৫:৫০ পি.এম
-কেরাণীগঞ্জের আরিশনগর এলাকা হতে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী মোঃ কাশেম (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-১০
এরই ধারাবাহিকতায় অদ্য ০৯ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ দুপুর ০১.৫০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন এলাকার আরিশনগর হামিদ ফার্মেসীর সামনে একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারী-শিশু বিশেষ ট্রাইব্যুনাল নং-০১, ঢাকার মামলা নং-৪৬/২০০৭, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মামলা নং-১১(০৮)২০০৬, জিআর-৫৪/১০; ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ১৩; ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ কাশেম (৪০), পিতা-মোঃ শাহাজালাল, সাং-আলুকান্দা, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা‘কে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত কাশেম (৪০) উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে ঢাকার কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara