গোপালগঞ্জ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনের নৌকার মাঝি শেখ ফজলুল করিম এমপি জেলার সদর উপজেলায় নির্বাচনী আলোচনা সভা করেন।
সদরের ১নং জালালাবাদ ইউনিয়নের বড়ফা এজিএম স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেল ৩ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ সদর ১নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম টিকে এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সহ-সভাপতি এ্যাড. আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক জি. এম সাহাবুদ্দিন আজম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লেয়াকত আলী (লেকু), সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলিমুজ্জামান বিটু, গোপালগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম.বি সাইফ বি, উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পি প্রমুখ।
আলোচনা সভায় গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত এমপি শেখ ফজলুল করিম সেলিম সাধারণ জনগণকে বাংলাদেশের ইতিহাস আবারো স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পারতাম না।
তিনি আরো বলেন, মানুষ মেরে, গাড়ি পুড়িয়ে, পুলিশ হত্যা করে যারা রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। বিএনপি একটি সন্ত্রাসী দল, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে সরাসরি জড়িত ছিল। সে বেঁচে থাকলে তারও ফাঁসি হতো। আমাদেরকে মেরে তারা ক্ষমতায় আসতে পারবে না। সাধারণ মানুষ আজ বুঝে গেছে ওদের সম্পর্কে। আজ বাংলাদেশের জনগণ ওদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষ উন্নয়নে বিশ্বাস করে। তারা আবারো আওয়ামী সরকারকে বিপুল ভোটে নির্বাচিত করে ক্ষমতায় আনবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ মো. রফিকুল ইসলাম মিটু, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাস, সাধারণ সম্পাদক আবুল ফাত্তাহ, গোপালগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যানবৃন্দ, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার সাধারণ জনগণ।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara