১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন পৌর ০৪নং ওয়ার্ড এলাকায় বাসবাসকারী মোশারেফ হোসেন (৪৫) নামক এক ফল বিক্রেতা বোরহানউদ্দিন চৌরাস্তা মোড়ে ফল বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে করতেন। মোশারেফ হোসেন প্রতিদিনের ন্যায় গত ০১/০৯/২০২৩ খ্রিঃ তারিখ ফল বিক্রি শেষে আনুমানিক সন্ধ্যা ১৯:০০ ঘটিকায় বাড়ী ফেরার উদ্দেশ্যে রওনা করে। অতঃপর ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন সবুজ পঞ্চায়েত এলাকায় পৌছা মাত্র পূর্ব হতে ওৎ পেতে থাকে ১২-১৩ জন লোক পূর্ব শত্রæতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে দেশী অস্ত্র-শস্ত্র নিয়ে মোশারেফ হোসেনের উপর অতর্কিতভাবে এলোপাথাড়ি আক্রমন করে এবং মোশারেফকে টেনে হিচড়ে সবুজ পঞ্চায়েত এলাকা হতে তাদের সুবিধাজনক স্থান একটি পাকা রাস্তার পাশে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে মোশারেফকে বেধরক মারধর করতে থাকে। এতে মোশারেফের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা, হাড়ভাঙ্গা ও গুরুতর রক্তাক্ত জখন প্রাপ্ত হয়। মোশারেফ হোসেনের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা দ্রæত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন মোশারেফ’কে গুরুতর আহত অবস্থায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বর্তব্যরত চিকিৎসক মোশারেফের অবস্থা আশঙ্খ্যাজনক থাকায় তাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে মোশারেফের পরিবারের লোকজন মোশারেফকে এ্যাম্বুলেন্সযোগে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোশারেফকে উক্ত হাসপাতালে ভর্তি করেন। অতঃপর সেখানে মোশারেফের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকগন মোশারেফকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার্ড করেন। মোশারেফের পরিবারের লোকজন মোশারেফকে আশঙ্খ্যাজনক অবস্থায় এ্যাম্বুলেন্সযোগে বরিশাল নিয়ে যাওয়ার প্রাক্কালে গত ০৩/০৯/২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১৩:৩০ ঘটিকায় মৃত্যুবরন করেন।
৩। উক্ত ঘটনায় মৃত মোশারেফ হোসেনের ছেলে মোঃ শাকিল (২২) বাদী হয়ে ভোলা জেলার বোরহানউদ্দিন থানায় মোশারেফ হোসেন হত্যাকাÐে সরাসরি জড়িত মোঃ সুমনসহ ১০ জন ও অজ্ঞাতমানা আরো ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-০৩, তাং-০৩/০৯/২০২৩ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩০২/১৪৯ দÐ বিধি। আলোচিত এই হত্যাকাÐের ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া গুরুত্বের সাথে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে র্যাব-১০ উক্ত হত্যাকাÐের বিষয়টি জানতে পেরে হত্যাকাÐের সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
৪। এরই ধারাবাহিকতায় গতকাল ৩০ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১৩:১০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত ভোলার জেলার বোরহানউদ্দিন এলাকায় আলোচিত ফল বিক্রেতা মোশারেফ হোসেন হত্যাকাÐে সরাসরি জড়িত এজাহার নামীয় পলাতক আসামী মোঃ সুমন (২৮), পিতা-মোঃ বশির পাটুয়ারী, সাং-পৌর ০৩ নং ওয়ার্ড, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা’কে গ্রেফতার করে।
৫। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামী উক্ত হত্যাকাÐে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
৬। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara