সোহেল রানা পাবনা প্রতিনিধিঃ
পাবনা শহরের রাধানগরে অবস্থিত ফরিদ ফিলিং স্টেশনে (কোবাদের পাম্প) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
১০/১/২৪ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্হানীয়দের সাথে কথা বলে জানা যায় পাবনা-ঈশ্বরদী সড়কের সরকারি এডওয়ার্ড কলেজ গেট থেকে একশ গজ পশ্চিমে স্টেশনটি অবস্থিত। সন্ধ্যায় একটি অকটেন এর লরি থেকে জ্বালানী আনলোড করার সময় হঠাৎ লরিতে আগুন লেগে যায়। ড্রাইভার বুঝতে পেরে সঙ্গে সঙ্গে গাড়ি রাস্তায় নিয়ে আসে, কিন্তু লরির পাইপ এর মুখ খোলা থাকায় আগুন পাম্পেও ছড়িয়ে পরে,
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান, প্রথমে তাদের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। এরপর আটঘরিয়ার একটি ও ঈশ্বরদীর গ্রিনসিটির আরও একটি ইউনিট সর্বমোট সাতটি ইউনিট যোগ দিয়ে লরির আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি পাম্পের আগুন নিয়ন্ত্রণে সক্ষম হলেও কয়েক মিনিট এর মাঝে লরির পাইপ এ আবার আগুন লাগলে পুনরায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভনোর কার্যক্রম চালিয়ে যান, প্রায় দের ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ফিলিং স্টেশনের মূলভবন , তেলবাহী গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্বালানী তেল ছড়িয়ে থাকায় আবার দুর্ঘটনার আশঙ্কায় তারা তবে আগুন লাগার প্রকৃত কারণ এখমো সনাক্ত করা যায়নি, স্হানীয় ও পাম্প কর্তৃপক্ষের ধারণা সর্ট সার্কিট হতে এমন হতে পারে, তবে প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এতে কি পরিমান ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara