১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং অপহরন, ধর্ষণ ও হত্যাসহ, বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম নয়ন (২৩) তার স্ত্রীর জন্য ঔষধ নিয়ে বাড়ি ফেরার পথে গত ০৭ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০৮.১৫ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন চিত্রকোট এলাকায় পূর্ব শত্রæতার জের ধরে ভিকটিম উক্ত স্থানে পৌছা মাত্র পূর্ব হতে ওত পেতে থাকা আসামি মোঃ জয়নাল (৩৫), পিতা-মৃত আব্দুল হাদী, সাং- খালপাড়, থানা- সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জসহ অন্যান্য আসামিরা রাম দা দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং বাম হাতের কব্জির নিচে আঘাত করে হাত বিচ্ছিন্ন করে ফেলে। পরবর্তীতে আসামিরা খুন-জখমের হুমকি দিয়ে ভিকটিমের হাতের কাটা অংশ তাদের সাথে নিয়ে উক্ত স্থান থেকে চলে যায়।
৩। উক্ত ঘটনার পর ভিকটিম নয়নের মা পারভীন আক্তার বাদি হয়ে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং- ০২/২, ধারাঃ ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬/
৪। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গত ১৬ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ০৮:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানাধীর গেমাডাঙ্গা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকায় ভিকটিম নয়ন (২৩)’কে কুপিয়ে হত্যা চেষ্টার চাঞ্চল্যকর মামলার পলাতক অন্যতম প্রধান আসামি মোঃ জয়নাল (৩৫), পিতা-মৃত আব্দুল হাদী, সাং- খালপাড়, থানা- সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনায় তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
৫। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara