মোঃ মিঠু আহম্মেদ নারায়ণগঞ্জ :-আজ ২৬ জানুয়ারী নারায়ণগঞ্জ শহরের পাইকাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শত বর্ষ সম্মান হওয়ায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে শতবর্ষ উদযাপন করছে জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি। উক্ত অনুষ্ঠানে উদ্বোধন করবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি ও প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণকৃত নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম ওসমান। জয়গোবিন্দ উচ্চ বিদ্যায়ের শতবর্ষের অনুষ্ঠান টি হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পাশে জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে। আনুষ্ঠানিক ভাবে সকাল ৮ ঘটিকায় শুরু হবে এই আয়োজন এবং হবে রাত ১২ টায় বাংলাদেশের প্রখ্যাত শিল্পী মাইলসের সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠান শুরু হবে জয়গোবিন্দ স্কুল প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য রেলির মাধ্যমে বর্ণাঢ্য রেলিটি নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থান প্রদর্শন করে চাষাঢ়া হয়ে জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে এসে শেষ হবে তার পর শুরু হবে জয়গোবিন্দ স্কুলের সকল রেজিস্ট্রেশন করা ছাত্রদের মাঝে সকালের নাস্তা বিতরন। এবং তার পড় সারা দিন ব্যাপি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে ২৫জানুয়ারী রাতে জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে জমকালো আতশবাজি অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষ উদযাপন শুরু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara