রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি মোঃ আতাউর রহমান আতাঃ
নারায়ণগঞ্জ পুরান বন্দর হযরত সিরাজ শাহ্( রহঃ) কাদরিয়া ওয়াল চিশতিয়া মাজার শরীফে প্রতিবছরের ন্যায় ৪,৫ ফেব্রুয়ারী ওরশ মোবারক শুরু হয়েছে। ওরশের দাওয়াত পেয়ে জাতীয় পার্টির প্রয়াত,নাসিম ওসমান (এমপি) সাহেবের সহধর্মিণী জনাবা,পারভীন ওসমান জননী ৪ ফেব্রুয়ারী বাদ আছর উপস্থিত হয়ে দোয়া ও মোনাজাতে করেন বন্দরের এবং দেশের সকল মানবের কল্যানময় শান্তি কামনা করে পানা চাইলেন আল্লাহর দরবারে। মাজারের ভালোমন্দ খোঁজখবর নিলেন কিছুক্ষণ অতিবাহিত করে দরবার থেকে বিদায় নিয়ে নিজ স্থানে গৃহে চলে যান
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara