মোঃ আতাউর রহমান (আতা) নিজস্ব প্রতিনিধি
ফতুল্লা ইউনিয় পরিষদের নির্বাচনে বিজয় প্রার্থী আলহাজ্ব মোঃ ফাইজুল ইসলাম (নতুন) চেয়ারম্যান সাহেবকে মিষ্টিমুখ করালেন জনাব, মীর সোহেল আলী সাহেব জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি, আরো উপস্থিত নেতাকর্মীরা তাহারা হলেন আক্তার হোসেন, আমান,মাহমুদ, ইসমাইল সাইফুল,রফিক, মফিজ,বাদল,মুসা,সিদ্দিকুর রহমান (সিদ্দিক),আরো অনেক প্রমুখ। সুন্দর মনের পরিচয় দিলেন নতুন চেয়ারম্যান সাহেব।চেয়ারম্যান তিনি নিজে ঘুরেঘুরে সকল মানুষজন শুভাকাঙ্ক্ষীদেরকে খোঁজখবর নিতেছেন কে কেমন আছেন।আলহাজ্ব মোঃ ফাইজুল ইসলাম চেয়ারম্যানের (অটোরিকশা) মার্কায় যাহারা দিন-রাত খাটাখাটি করে বিজয়ের মালা গলে পড়িয়েছেন সেসকল মানুষজনদের সাথে সাক্ষাৎ না করলেই নয় সেই অঙ্গিরাকে লিপিবদ্ধে রেখেই অনেকের সাথে মোবাইলে ফোনে যোগাযোগ করেন কষ্ট হলেও ছুটে যান বাসভবনে বা অফিসে গিয়ে উঠেন।সকলের খোঁজখবর নেন সৌজন্যে সাক্ষাৎ করেন নিজ মনে। রাত দশটার দিকে ছুটে যান মীর সোহেল আলীর অফিসে সকলের সাথে কৌশল বিনিময় করেন চেয়ারম্যান সাহেবকে মিষ্টিমুখ করান এবং ফুলেল শুভেচছা জনাব,মীর সোহল আলী সাহেবের পক্ষ থেকে এবং সাথে থাকা সকল শুভাকাঙ্ক্ষীরা মিলে বরন করে নিলেন আপন মনে সকলের তরে।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara