নারায়ণগঞ্জ ফতুল্লা থানা আওতাধীন কোতালের বাগ ঈদগাহ মসজিদের পাশেই মাসুদের চা,পান,সিগারেটের দোকানে গত ১৯-৪-২৪ ইং তারিখ রাত ১০ টার দিকে বসে টিভিতে খেলা দেখতেছিল মোঃ আনোয়ার হোসেন (৪২) পিতা - আঃমজিদ । খেলা দেখা কালিন সময় মোঃ আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্য নিয়া দাড়ালো চাকু দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত কাটা যখম করলেন কারেন্ট মিস্ত্রী সন্ত্রাসী ইমন (২৭) পিতা: মৃত :হেলালউদ্দিনের ছেলে।সন্ত্রাসী ইমন এই নাশকতার কর্মকাণ্ড ঘটিয়ে এখন আত্মগোপনে রয়েছেন পাষণ্ড সন্ত্রাসী ইমন। ভুক্তভোগী মোঃ আনোয়ার হোসেন নির্যাতনের স্বীকার হয়ে লোকজনের সহযোগিতায় খানপুর হাসপাতালে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে নিজে থানায় হাজির হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করলেন। থানা কতৃপক্ষ ডিউটি অফিসার রেজাউল করিম সাহেব তদন্ত সাপেক্ষে মামলার অগ্রগতির জন্য এস আই মনির হোসেন সাহেবকে তদন্তের দায়ভার দিলেন।এ,এস,আই,মোঃ মনির হোসেন সাহেবকে এই মামলার বিষয় জানতে চাইলে এ,এস,আই,মনির হোসেন সাহেব বলেন।অপরাধী যতো বড়ই শক্তিশালী হোক না কেনো আইনের ঊর্ধ্বে কেউনা। আইনের প্রক্রিয়া চলমান থাকবে এবং সন্ত্রাসী ইমন কে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara