র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, ডাকাত, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও বিভিন্ন ধরণের প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। র্যাবের এই অভিযানিক কার্যক্রম ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ মে ২০২৪ খ্রিঃ তারিখ রাত ০১.০০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন উত্তর যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ০৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মাইদুল ইসলাম (২১), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-মানিককাঠি, থানা-বিমানবন্দর, বিএমপি, বরিশাল, ২। মোঃ হানিফ শেখ (২৯), পিতা-মোঃ জাহাঙ্গীর শেখ, সাং-কুচিয়া, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর, ৩। মোঃ আরাফাত ইসলাম শান্ত (২২), পিতা-মোঃ বাবুল বেপারী, সাং-বোয়ালিয়া, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর, ৪। মোঃ মেহেদী হাসান (২৩), পিতা-মোঃ মুছা সরকার, সাং-শহীদ ফারুক রোড, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা, ৫। মোঃ জামিউল হোসেন @ জয় (২১), পিতা-মোতালেব হোসেন, সাং-শহীদ ফারুক রোড, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ডাকাতির প্রস্তুতিকালে হাসুয়া-০২ টি, ছোরা-০১ টি, লোহার রড-০১ টি, এসএস পাইপ-০১ টি, রশি-০১ টি ও গামছা-০১ টি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা রাজধানী ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara