আজ টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান মিলিয়া আমিনুল দায়িত্ব বুঝে পেলেন। সদ্যবিদায়ী চেয়ারম্যান শরিফুল ইসলাম বাদশা দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ দিদারুল আলম টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম পাটগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন মোল্লা এবং বনি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারন জনগণ। অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব বুঝে পান। এ সময় তার সঙ্গে নবনির্বাচিত ইউপি সদস্য গণ উপস্থিত ছিলেন। ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মিলিয়া আমিনুর কে অভিনন্দন জানানো হয় সেই সাথে নবনির্বাচিত ইউপি সদস্য গণকে ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় সদ্যবিদায়ী চেয়ারম্যান তার বিগত দিনের ভুল ত্রুটির জন্য জনগণের নিকট মার্জনা চান। নবনির্বাচিত চেয়ারম্যান তার আগামী দিনের পথ চলায় সকলের সহযোগিতা কামনা করেন এবং জনগণকে তার প্রাপ্য সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন। টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্য গণ কে এলাকার সাবেক চেয়ারম্যান সাবেক ইউপি সদস্য এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দের নিয়ে জনগণের কল্যাণে কাজ করার জন্য অনুরোধ জানান। অনুষ্ঠানের সভাপতি মোঃ দিদারুল আলম নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন জনগণ যেন তাদের থেকে কাঙ্ক্ষিত সেবা পান এবং তারা যেন তাদের উপর অর্পিত দায়িত্ব যথার্থ পালন করেন।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara