কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
বাংলাদেশে আদালতের নিরাপত্তা জোরদারে বন্দী পরিবহনকারী ৫টি যানবাহন হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। আদালতের সুরক্ষা ও বন্দী পরিবহনে নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কারা অধিদপ্তরের কাছে ৫টি বিশেষায়িত বন্দী পরিবহন যান হস্তান্তর করেন। উদ্যোগটি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটের কাউন্টার টেরোরিজম ব্যুরো (সিটি) এর অর্থায়নে এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ট্রেইনিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (আইসিটিএপি) এর সহায়তায় করা হয়েছে, যা আইনি কার্যক্রম চলাকালে উচ্চ- ঝুঁকির এবং সন্ত্রাসী বন্দী ব্যবস্থাপনায় নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রতির উপর জোর দেয়।
বুধবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব মো. মশিউর রহমান। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ, আইজিপি ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক, ইসিট্যাপ-এর ল এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটাশে মাইকেল হিন্টজ, প্রমূখ।
সন্ত্রাসবাদের বিচার নিরাপদে ও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য সহযোগিতামূলক প্রচেষ্টার প্রতীক। অত্যাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যে সজ্জিত এসব যান আদালতের কর্মী, বাদী, আসামী, বন্দী এবং পর্যবেক্ষকদের কল্যাণে সুরক্ষার জন্য বন্দীদের নিরাপদ পরিবহন নিশ্চিত করতে তৈরি করা ৫ টি আধুনিক প্রযুক্তি সম্বলিত প্রিজন ভ্যানের চাবী হস্তান্তর করেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ।
হেলেন লাফেভ তার বক্তব্যে বলেন, "বিচার পরিকাঠামো শক্তিশালী করতে বাংলাদেশের অঙ্গীকারকে সমর্থন করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যে সজ্জিত এই যানগুলো সন্ত্রাসবাদের বিচারের সাথে জড়িত বন্দীদের পরিবহনের নিরাপত্তা ও দক্ষতা বাড়িয়ে তুলবে, যা আরও নিরাপদ ও সহিষ্ণু বিচার ব্যবস্থায় অবদান রাখবে।" আইজিপি হক বিচার প্রক্রিয়ার সাথে জড়িত সকলের নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। "এই সহায়তা উচ্চ-ঝুঁকিপূর্ণ বন্দী ব্যবস্থাপনা এবং নিরাপদে বিচার পরিচালনার জন্য আমাদের সক্ষমতা বাড়িয়ে তুলবে, আইনের শাসন বজায় রাখতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের প্রচেষ্টাকে শক্তিশালী করবে।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara