নারায়ণগঞ্জ (ঢাকা) প্রতিনিধি মোঃ আতাউর রহমান আতা:
নারায়ণগঞ্জ ফতুল্লা পঞ্চবটি এনায়েতনগর ইউনিয়ন উত্তর মাসদাইর গাবতলি আমানা গার্মেন্টসের পশ্চিম পাশেই বাড়িঘর মোঃ কিং আব্দুর রহমান বাহাদুর পিতাঃ আব্দুর জব্বার বাহাদুর। তিনি অভিযোগ দায়ের করেন নজরুল ইসলাম নামে একজন টোকাই ভূমিদস্যু দল বল নিয়া জমি দখল করতে চায় আমারগুলো প্রতিনিয়ত । এই ব্যাপারে আমি জমির মালিক মোঃ কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্ একটি মামলা দায়ের করি ফতুল্লা মডেল থানায়। আসামি করা হয় ৫জনকে। সেই সুত্রপাত ধরে শুক্রবার জুম্মা মোবারকের দিন নিরিবিলি পেয়ে বেলা ১১,৩০ মিঃ ৬,৯,২৪ইং তারিখ ভূমিদস্যু টোকাই নজরুলে সাথে আরো ৩০/৩৫ জন সাঙ্গপাঙ্গ সন্ত্রাসীদের সাথে নিয়া অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে বাড়িঘর ভাংচুর করেন দুর্বৃত্তরা আল্লাহ রক্ষা করেছেন আমাদের সকলকেই ।এই হামলায় মোঃ কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্ সহ পরিবারের আরো কয়েকজন রক্তাক্ত জখম গুরুতর আহত হোন।হাসপাতালে চিকিৎসা শেষে পরে থানায় গিয়ে আবারও একটি মামলা রুজু করেন মোঃ কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্ (গং)
মোঃ কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্ বলেন আমার এইখানে জমি আছে ৪৯ শতাংশ ওয়ারিশ গনের থেকে ১৫ শতাংশ ক্রয় করে মালিক হয়েছেন টোকাই ভূমিদস্যু নজরুল সেই বলে পুরো ৪৯ শতাংশ জমির মালিক দাবি করেন তার এই অনাকাঙ্ক্ষিত দাবি মেনে নেয়নি প্রতিপক্ষ নিজস্ব মালিকানা মোঃ কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্ (গং)রা। তারই ধারাবাহিকতা বজায় রেখে সৃষ্টি করেন ফেসাদ টোকাই ভূমিদস্যু নজরুল (গং)রা কয়েকদিন না-যেতেই দল-বল সাথে নিয়া হামলা মামলা ভাংচুর লুটপাট নাশকতার কর্মকাণ্ড করে থাকেন এই টোকাই ভূমিদস্যু নজরুল (গং)'রা।
মোঃ কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্, বলেন এই আশেপাশের সকলেই ভয় পায় টোকাই ভূমিদস্যু নজরুলকে। কয়েকদিন না-যেতেই একেক স্থানে প্রকৃত জমির মালিকদের কাছ থেকে জায়গা জমি না কিনে জমির ওয়ারিশ (গং) কে কোথায় আছে তাদেরকে খোঁজখবর নিয়ে লোভ দেখিয়ে কম দামে জমি কিনেন।সেই জমির ওয়ারিশ কিনার গরমে বাকি ওয়ারিশগনের জমিও ভূমিদস্যুতার রূপ নিয়া জবরদস্তি ভোগদখলের পায়তারা করেন এবং আইনের প্রতিটি স্থানেই টোকাই ভূমিদস্যু নজরুলের পক্ষপাতিত্বের কথা বলেন তাই কোনো সমাধান হয়না বিচারও পাইনা।
মোঃ কিং আব্দুর রহমান বাহাদুর শাহ্, তিনি আরো বলেন ফতুল্লা থানায় সেকেন্ড ওসি এসআই হারেজ ও এস আই মিজান খবর দেন আমাকে থানায় বসে মিমাংসা করে দিবেন থানায় গিয়ে ঘন্টার পরে ঘন্টা বসিয়ে রাখলেন আমাকে অথচ বিবাদী টোকাই ভূমিদস্যু নজরুল (গং)'রা থানায় আসেননি এই সুযোগে আমার বাড়িঘরে মা-বাবা স্ত্রী ছেলেমেয়ে ভাইবোনদের উপরে কঠিন নির্মম অত্যাচার করেন ধারাবাহিকতা ভাবে এর বিচার করবে কে এ আবার কোন আইন জিবনেও দেখি নাই। এই সমস্যা সমাধানের জন্যে সরকারের কাছে ও প্রশাসনের সর্ব দফতরে এবং দেশের প্রতিটি মানুষের কাছে সহ এলাকাবাসীর কাছে বিচার চাই।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara