অদ্য ০৬ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার বংশাল থানাধীন জল্লাবাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ব্রাহ্মণবাড়ীয়া জেলার ব্রাহ্মণবাড়ীয়া সদর থানার মামলা নং-৭৫(০৭)২০১৪, ধারা-৩০২ পেনাল কোড, দায়রা মামলা নং- ৯৪/২০১৬, মৃত্যুদন্ডের তারিখ-১৭/১০/২০১৮; হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত জেল পলাতক আসামী মোঃ আব্দুল মতিন, বন্দি নং-৫৭০৪/এ, পিতা- আব্দুল হক হাওলাদার, সাং- ভাটপাড়া, থানা- ব্রাহ্মণবাড়ীয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত মামলায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামী বলে স্বীকার করেছে। জেল থেকে পলায়ন করার পর সে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara