বাগেরহাট জেলার কচুয়া থানাধীন বারুইখালী এলাকায় বসবাসকারী ঢাকা বারের শিক্ষানবিশ আইনজীবী ভিকটিম মোঃ নয়ন শেখ (২৯), পিতা-সাইফুল এর সাথে একই এলাকায় বসবাসকারী জাকির হাওলাদার (৪৫), পিতা-মৃত ওয়াজেদ হাওলাদারসহ অন্যান্যদের সাথে সম্পত্তি সক্রান্ত বিষয়ে বেশ কিছুদিন যাবৎ বিরোধ চলছিল। এ বিষয়ে বিজ্ঞ আদালতে ফৌজদারী ও দেওয়ানী একাধিক মামলা মোকদ্দমা বিদ্যমান রয়েছে। উক্ত সম্পত্তির বিরোধ আদালত বা শালিশির মাধ্যমে সমাধান করার কথা বললে জাকিরসহ তার অন্যান্য সহযোগীরা প্রায়ই ভিকটিম নয়নকে বিভিন্ন প্রকার হুমকি-ধামকি দিয়ে আসছিল। অতঃপর নয়ন তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। যার কারনে জাকিরসহ তার অন্যান্য সহযোগীরা নয়নের উপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে। যার ধারাবাহিকতায় গত ০৫/০৮/২০২৪ খ্রিঃ তারিখ দুপুর আনুমানিক ০২:৩০ ঘটিকায় নয়ন মোটরসাইকেল যোগে তার খালার সাথে দেখা করার জন্য বাগেরহাট সদর হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে কচুয়া থানাধীন কচুয়া-ফতেপুর গামী রাস্তায় পৌঁছামাত্র পূর্ব হতে ওৎ পেতে থাকা জাকির ও তার অন্যান্য সহযোগীরা পূর্বপরিকল্পিভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে নয়নের উপর অতর্কিত আক্রমন করে এবং নয়নকে এলোপাথাড়ি মারধর করতে থাকে। এতে জাকির ও তার অন্যান্য সহযোগীরা তাদের হাতে থাকা রাম দা দিয়ে কোপিয়ে এবং লোহার রড ও কাঠের লাঠি-সোটা ইত্যাদি দিয়ে বেধড়ক মারধর করে হাত, পা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও হাড়ভাঙ্গা জখম করে। মারধরের একপর্যায় নয়নের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা স্থানীয় সবাইকে বিভিন্ন প্রকার হুমকি-ধামকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে। অতঃপর স্থানীয় লোকজন ভিকটিম নয়নকে গুরুতর ও রক্তাক্ত আহত অবস্থায় বাগের হাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নয়নের অবস্থা গুরুতর দেখে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নয়নের অবস্থার অবনতি দেখা দিলে নয়নকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে গত ০৯/০৮/২০২৩ খ্রিঃ তারিখ ভোর আনুমানিক ০৫:০০ নয়ন উক্ত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
উক্ত নৃশংস হত্যাকান্ডের পর মৃত নয়নে বোন সাথী ইসলাম ময়না (৩০) বাদী হয়ে বাগেরহাট জেলার কচুয়া থানায় নয়নকে হত্যাকান্ডে সরাসরি জড়িত জাকিরসহ ৮ জন এবং অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ-২৩/০৮/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪/১০৯/৩৭৯ দন্ড বিধি। মামলা রুজর বিষয়টি জানতে পেরে উক্ত হত্যাকান্ডে জড়িত সকল আসামিরা আত্মগোপনে চলে যায়।
নৃশংস এই হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত হত্যাকান্ডে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গতকাল ২৮ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় তথ্য-প্রযুক্তির সহায়তা এবং র্যাব-০৬, খুলনা এর সহযোগীতায় রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বাগেরহাট জেলার কচুয়া থানা এলাকায় আলোচিত ঢাকা বারের শিক্ষানবিশ আইনজীবী ভিকটিম মোঃ নয়ন শেখ’কে নৃশংসভাবে হত্যাকান্ডে সরাসরি জড়িত মামলার এহাজারনামীয় পলাতক আসামী ১। জাকির হাওলাদার (৪৫), পিতা-মৃত ওয়াজেদ হাওলাদার ও ২। ফেরদৌস হাওলাদার (২৪), পিতা-কেরামত হাওলাদার, উভয় সাং-বারুইখালী, থানা-কচুয়া, বাগেরহাটদ্বয়কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত হত্যাকান্ডে তাদের সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara