শুক্রবার দুপুর ১২:৪০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। শ্রদ্ধাঞ্জলি শেষে জাতির পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহি অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম টুঙ্গিপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সুলতান মাহমুদ টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।