কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
বৈষম্য বিরোধী ছাত্র- জনতা আন্দোলনের কেরানীগঞ্জ শুভাঢ্যা ইউনিয়নের প্রতিনিধি পরিচয় বহনকারী সাজ্জাদ ইসলামের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল মঙ্গলবার সকালে কেরাণীগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন করেন কেরাণীগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র দাবীদাররা। এসময় লিখিত বক্তব্যে পাঠ করে সাজ্জাদ আল ইসলাম বলেন, ১৭ নভেম্বর রাত সাড়ে এগারোটায় ইকুরিয়া প্রাথমিক বিদ্যালযের সামনে শুভাঢ্যা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর যুবদলের সাংগঠিক সম্পাদক হাসিবুল হাসান অনিক গং অতর্কিত হামলা চালায়। এই হামলায় তার ছোট ভাই ইফাজে,সোহান ও কালা বাবুসহ আরো কয়েকজন ছিলো। বৈষম্য বিরোধী ছাত্র- জনতা আন্দোলনের কেরানীগঞ্জ শুভাঢ্যা ইউনিয়নের প্রতিনিধি সাজ্জাদকে হত্যার উদ্যেশ্যে হামলায় তীব্র নিন্দা এবং কঠোর প্রতিবাদ জানায়। তারা আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র সাজ্জাদ এর অন্যায় ছিলো সে-সন্ত্রাস, চাদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে দাড়িয়েছিল। সোচ্চার হয়েছিলেন চাদাবাজদের বিরুদ্ধে এবং অন্যায়ের প্রতিবাদ সমাবেশ করেছিলেন। সংবাদ সম্মেলনে মাধ্যমে তাদের দায়েরকৃত মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
যুবদলের পরিচয় বহনকারী শুভাঢ্যা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর যুবদলের সাংগঠিক সম্পাদক হাসিবুল হাসান অনিক সম্বন্ধে জানতে চাইলে, কেরাণীগঞ্জ দক্ষিণ থানার বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলি বাবু বলেন, যুবদলের হাসিবুল হাসান অনিক নামে আমার জানামতে কোন নেতা নেই। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট যুব ও ক্রিয়া সংগঠক সাইমন চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র -জনতা আন্দোলন নেতা ইঞ্জিনিয়ার কামাল হোসেন, রাব্বি ইসলাম নিলয়, সাদিয়া, শহিদুল ইসলাম ও নোমান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara