গতকাল ০৩ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দেশের পশ্চিমাঞ্চল হতে বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান নিয়ে পিকআপ যোগে মেহেরপুর জেলা হতে রাজবাড়ী জেলার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র্যাব-১০ এর আভিযানিক দলটি তাৎক্ষনিক রাজবাড়ী জেলার সদর থানাধীন গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহজনক গাড়ী তল্লাশী করতে থাকে। তল্লাশীর একপর্যায়ে একই তারিখ রাত আনুমানিক ২২:২০ ঘটিকায় সন্দিগ্ধ পিকআপটি র্যাবের চেকপোষ্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র্যাব সদস্যরা পিকআপটিকে সিগন্যাল দিলে পিকআপের চালক পিকআপটি থামায়। অতঃপর র্যাব সদস্যরা উক্ত পিকআপে থাকা চালকসহ আরোহী’কে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তাদের পিকআপে ফেনসিডিল আছে। পরবর্তীতে কর্তব্যরত র্যাব সদস্যরা বিধি মোতাবেক তল্লাশী করে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের পায়ের কাছে রাখা তিনটি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত আনুমানিক ৮,৬৪,০০০/- (আট লক্ষ চৌষট্টি হাজার) টাকা মূল্যমানের ২৮৮ (দুইশত আটাশি) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ জিহাদ আলী (২৪), পিতা-মোঃ সল্টু মিয়া ২। মাবুদ আহমেদ (১৯), পিতা-হোসাইন আলী, উভয় সাং- পশ্চিম মালশাহদ, উভয় থানা-গাংনী, উভয় জেলা-মেহেরপুর বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara