গত ১৪/১২/২০২৪ তারিখ দুপুর আনুমানিক ১৪:২৬ ঘটিকায় রাজধানীর কদমতলী এলাকায় বসবাসকারী মোঃ মাহফুজ শিকদারের দুই কন্যা ১। আদ্রিতা বিনতে মাহফুজ (১৭) ও ২। আবজা জাহান (১১) নিখোজ হয়। ভিকটিম দুই বোন রাজধানীর কদমতলী থানাধীন জাপানি বাজারের বাসা থেকে বের হয়ে তাদের নানী ও খালাকে এগিয়ে দিতে যায়। পরবর্তীতে তারা আর বাসায় ফিরে আসে নাই। এরপর ভিকটিমদ্বয়ের বাবা মাহফুজ তাদেরকে সম্ভাব্য সকল জায়গায় খুজে না পেয়ে রাজধানীর কদমতলী থানায় একটি নিখোজ জিডি করেন। যার জিডি নং-১০১৬,তারিখ-১৪/১২/২৪।
উক্ত নিখোজের ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল নিখোজ দুই বোনকে উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল অদ্য ১৭/১২/২০২৪ তারিখ দুপুর আনুমানিক ১৩:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৮ এর সহযোগীতায় পটুয়াখালী জেলার দশমিনা থানাধীন সবুজবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে নিখোজ ভিকটিম দুই বোন ১। আদ্রিতা বিনতে মাহফুজ (১৭) ও ২। আবজা জাহান (১১), উভয় পিতা- মোঃ মাহফুজ শিকদার, সাং-জাপানি বাজার, থানা- কদমতলী, ঢাকাদ্বয়কে উদ্ধার করে।
উদ্ধারকৃত নিখোজ ভিকটিমদ্বয়ের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara