আজ সন্ধ্যা ৭টায় টুঙ্গিপাড়া থানার ৫/৬ জন পুলিশ সিভিল পোশাকে টুঙ্গিপাড়া খান সাহেব স্কুলের সামনের মুদি দোকানদার এবং সাবেক কমিটির ছাত্রলীগ কর্মী গাজী সাফায়েত হোসেন কে কোন গ্রেফতারী পরোয়ানা ছাড়া জোরপূর্বক তুলে নেওয়ার জন্য ধস্তাধস্তি করেন। উপস্থিত এলাকাবাসী গ্রেফতারের কারন জানতে চাইলে বলেন ওসি সাহেব ডাকছে। ওর একটি ছোট বাচ্চা রয়েছে ওর বাড়ীতে আর কেউ নেই বাচ্চা টা দেখাশোনার মত । তাই ওকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন সবাই। উক্ত পুলিশ সদস্যরা ওসিকে ফোন দিলে ওসি আরো ফোর্সসহ এসে জোর করে তাকে গাড়িতে তুলে নিয়ে যায় । তখন স্থানীয় জনতা দুজন পুলিশের মোটরসাইকেলের গতি রোধ করেন । তখন ওই পুলিশ সদস্য স্থানীয় কয়েকজনের কাছে তার মোটরসাইকেল গচ্ছিত রাখতে চাইলে কেউ মোটরসাইকেল রাখতে রাজি হননি। তার মোটরসাইকেল তখন রাস্তায় রেখে দেন এবং তা অক্ষত অবস্থায় থাকে । তবে ওই পুলিশ সদস্য দুজনকে স্থানীয় জনতা নারী-পুরুষ সকলে মিলে স্থান ত্যাগে বাধা প্রদান করে গাজী সাফায়েত হোসেনকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিছু উপস্থিত লোকজন ভূয়া ভূয়া বলে স্লোগান দিতে থাকেন । তখন থানা থেকে পুলিশের গাড়ি আসে উক্ত পুলিশ সদস্য দুজনকে নিয়ে যেতে । এসময় কে বা কাহারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে পুলিশের গাড়িতে ইট পাটকেল ছূড়েন এবং পুলিশের গাড়ি ভাংচুর করেন। পরবর্তীতে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফোর্স সহ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara