প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২২, ৩:১০ পি.এম
রাজশাহীতে শীর্ষ মাদক কারবারি মান্নান ৫২০ পিচ ইয়াবাসহ র্যাবের হাতে আটক
চারঘাটের ইউসুফপুর কান্দিপাড়া এলাকার শীর্ষ মাদক কারবারি মান্নান (২৪) র্যাবের হাতে গ্রেফতার। রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সরকার পাড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি মান্নানকে ৫২০ পিচ ইয়াবা ও একটি হাসুয়াসহ গ্রেফতার করেছে র্যাব-৫। অভিযানটি পরিচালনা করেন র্যাব-৫ এর চৌকস অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান। মাদক কারবারি মান্নান চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের কান্দিপাড়া এলাকার মোঃ আয়নুল হকের ছেলে। র্যাব-৫ জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৫ টার দিকে চারঘাট থানাধীন সরকার পাড়া জাব্বারের মাছের আড়তের সামনে হতে অপারেশন পরিচালনা করে ৫২০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১ টি হাসুয়াসহ তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই মাদক কারবারি দীর্ঘদিন হতে এই ব্যবসার সাথে জড়িত এবং বড় বড় মাদক গডফাদারদের সাথে তার সু-সম্পর্ক রেখে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিলো। এছাড়াও চারঘাট থানা পুলিশের সাথে সু-সম্পর্ক রেখে মাদক ব্যবসা করে অল্পদিনে টাকার মালিক বুনে গেছে, যাকে বলে আগুল ফুলে কলাগাছ বলে এলাকাবাসী জানান। তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে র্যাব-৫ তা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara