কোটালীপাড়া থেকে কাজী পলাশঃ
কোটালীপাড়ায় স্বামী আর ধর্ম পরিবর্তন কারী প্রতারক মহিলার খপ্পড়ে সর্বশান্ত হচ্ছে তার স্বামীগন । স্বামী এবং ধর্ম পরিবর্তন করে সর্বশান্ত করছে অনেককে । কখনো মুসলিম আবার কখনো হিন্দু সেজে বিয়ে করেছে তার পছন্দের কাউকে । তিনি
নিজেকে হিন্দু এবং খুব অসহায় পৃথিবীতে তার কেউ নেই এমন অসহায় পরিচয় দিয়ে বিপুল নামের এক ছেলেকে শাখা সিদুর লাগিয়ে বিয়ে করেন বিউটি।
বিয়ের এক বছর পার হতে না হতে বিপুলের দুর সম্পর্কের ভাগ্নে টিটন হালদারের স্ত্রী হয়ে গেলেন বিউটি!
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের রতিকান্ত হালদারের ছেলে টিটন হালদার গত ২৭/০৩/২২ তারিখ বিউটি কে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করেন।
সেখানে লেখা আছে বিউটি মন্ডল, পিতা দিলিপ মন্ডল,মাতাঃ শিলা মন্ডল, সাং সূর্য্যপাড়া, ডাক, ভবানীপুর, থানা,বাগমারা,জেলা,রাজশাহী।
ভোটার কার্ড, জন্মনিবন্ধন অথবা এলাকার চেয়ারম্যানের সনদ আছে কি না জানতে চাইলে জবাবে বিউটি বলেন এসব কিছু আমামার কাছে নেই।
তাহলে আপনারদের বিয়ে কিভাবে সম্পন্ন হলো? জবাবে সে বল্লো উকিল সব করে দিয়েছেন।
তবে এই বিউটি সম্পর্কে খোজ নিয়ে জানা গেছে তার স্থায়ী ঠিকানা - রাজশাহী উপজেলার সূর্য্যপাড়া গ্রামের আব্দুল খালেক ও মোসঃ সেলিনা বেগমের মেয়ে।
বিউটির প্রথম স্বামী মোঃ মিলন হোসেন। মিলনের বাড়ী রাজশাহীতে। মিলন এবং বিউটির সংসারে দুই টি কন্য সন্তানের জন্ম হয়। একটি সন্তান মারা যায়।
বিউটি মিলনের ঘর থেকে টাকা- পয়সা ও স্বর্নলংকার নিয়ে পলিয়ে বিয়ে করে জামাল পুরেরর এক ছেলে কে। সেই ঘরে জন্ম হয় একটি কন্যা সন্তান।
বিউটি কৌশলে সন্তান রেখে স্বামীর টাকা- পয়সা স্বর্নলংকার নিয়ে পালিয়ে আসে ঢাকার সাভারে।
সাভারে পরিচয় হয় বিপুল বালা শিকারীর সঙ্গে।
বিপুল জানায় - বিউটি নিজেকে হিন্দু এবং তার দুনিয়াতে তার কেউ নেই সে বড় অসহায়।
বিপুল কে বিয়ের প্রস্তাব দিলে বিপুল তার অসহায় দেখে রাজি হয় এবং শাখা- সিদুর লাগিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করেন৷।
বিয়ের ছয় মাস পর বিউটি বিপুল কে বাবার বাড়ী বেড়াতে যাওয়ার প্রস্তাব দেয় তখন বিপুল বলে তোমার তো কেউ নেই তুমি কোথায় যাবে। বিউটি বলে আগে চলো দেখা যাবে।
বিপুল বিউটি কে নিয়ে রাজশাহীতে যায়।
বিউটি বাড়িতে ঢোকার পূর্বে শাখা - সিদুর খুলে বিপুল কে বলে এগুলো গাড়ীতে থাক।
বিপুল তখন প্রশ্ন করলো এগুলো খুলছো কেন? বিউটি উত্তর দিলো আমি মুসলিম!
বিপুল বল্লো আমার সঙ্গে কেন চিট করলা তুমি?
বিউটি উত্তর দিলো আমি তোমাকে ভালোবাসি।
বিপুল সবই মেনে নিয়ে বিউটি কে নিয়ে গড়সংসার করতে লাগলো।
কিন্তু গত ২৭/০৩/২২ তারিখ বিপুল বিউটি কে আড়াই লক্ষ টাকা দিয়ে কোটালী পাড়ায় গ্রামের বাড়ী তে পাঠায়।
এ দিকে বিপুল বিউটি কে ফোনে না পেয়ে চিন্তায় পড়ে যায়।
দুই দিন পরে বিউটি বিপুল কে ফোন করে জানায় সে টিটন নামের একযুবক কে বিয়ে করেছে সে তাকে আর যেনো ফোন না দেয় ।
বিউটির নানীর কাছে ফোন কথা হয় বিউটির কাথা জানতে চাইলে সে বলেন বাবা আমি রোজা রেখেছি ওর কথা বলবেন না আমার রোজা ভেঙ্গে যাবে ।
বিউটির মা সেলিনার কাছে ফোনে বিউটির কথা জানতে চাইলে সেও জানায় আমি রোজা রেখেছি ওর নাম নিলে আমার রোজা ভেঙ্গে যাবে ।
অন্যদিকে বিউটির প্রথম স্বামী বলেন বিউটি আমার সঙ্গে প্রতারনা করেছে ।আমার এবং আমার সন্তানদের অভিশাপে ধংষ হয়ে যাবে
সম্পাদক ও প্রকাশক : শেখ আবুল কালাম আজাদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইল : ০১৯১২-২৮১৫২২ , ইমেইল: dailytungipara@gmail.com
© All rights reserved © 2021 DailyTungipara