আজ সকালে গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় সাইফুল শেখ (২৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।জানাযায় লাল নিশানা দিয়ে রাস্তার পাশে কাজ করছিলেন কয়েক জন শ্রমিক । এসময় দুইদিক থেকে বেপরোয়া গাড়ী এসে গতি সামলাতে না পেরে লাল নিশানা অমান্য করে শ্রমিকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয় । অন্য দুই জন শ্রমিক দৌড়ে পালায়ে জীবন রক্ষা করতে পারলে ও জীবন রক্ষা করতে পারেনি নিহত সাইফুল শেখ (২৫) । নিহত সাইফুল শেখের বাড়ী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া পৌর সভার টুঙ্গিপাড়া গ্রামের ৩ নং ওয়ার্ডে । তার পিতার নাম মোঃ মোতালেব শেখ পেশায় একজন কৃষক । বর্তমানে তিনি জটিল রোঘে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ি । একমাত্র উপার্জন ক্ষম ছেলের মৃত্যুতে শোকে দিশেহার তার পরিবার । অসহায় পরিবার টি যাতে যথাযথ ক্ষতি পূরন পেয়ে তাদের সাভাবিক জীবন যাপনের ব্যবস্থা নিশ্চত করা যায় তার জন্য সরকারের প্রতি আহব্বান জানিয়েছেন সাধারণ জনগন ।