শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

হরিলুট টুঙ্গিপাড়া উপজেলার বিশেষ বরাদ্দের ২কোটি ৪০ লক্ষ টাকা

টুঙ্গিপাড়া থেকে হাবিবুল্লাহ খানঃ
  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়া থেকে হাবিবুল্লাহ খানঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের আওতায় বাস্তবায়িত প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। চর গোপালপুর অবদা রাস্তা হতে পাতিলঝাপা অনন্ত বৈদ্যের বাড়ি হয়ে ভেন্নাবাড়ি পর্যন্ত তিন কিলোমিটার মাটির রাস্তা প্রকল্পের সিপিসি ও উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলী আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ২ কোটি ৪০ লাখ টাকার প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ করা হয়েছে।
এই প্রকল্পের কাজের তত্ত্বাবধানে থাকা কমিটির সদস্য সচিব নির্মল ৮নং ওয়ার্ড মেম্বার এবং নাদিরা (৭,৮,৯)মহিলা মেম্বার অভিযোগ করেছেন যে, প্রকল্পের আওতায় প্যালাস‍্যালিং বল্লি, ব্যারেল টিনশেড, এবং রাস্তার উচ্চতা ও ব্যাসার্ধ পরিবর্তন করে ব্যাপক অনিয়ম করা হয়েছে। তাদের দাবি, প্রকল্পের কাজের জন্য নির্ধারিত উপকরণ ও পরিমাণে ঘাটতি রয়েছে। তিন কিলোমিটার মাটির রাস্তার কাজে শুধুমাত্র ৩৮ টি গাছের বল্লি ব্যবহার করা হয়েছে এবং ২০ পিচ ব্যারেল টিনশেড ব্যবহার করা হয়েছে | বাকিগুলো বাশের বল্লি বাশেরকুঞ্চি ব্যবহার করে রাস্তার কাজ শেষ করা হয়েছে।এবং প্রকল্পের মানও যথেষ্ট খারাপ। সিডিউল অনুযায়ী রাস্তার উচ্চতা এবং ব্যাসার্ধ কমিয়ে দিয়ে নামে মাত্র রাস্তার কাজ করা হয়েছে।
নির্মল মেম্বার বলেন, “এই প্রকল্পের আওতায় রাস্তার কাজের জন্য যা বরাদ্দ ছিল, তাতে চাহিদামতো উপকরণ সরবরাহ করা হয়নি। বিশেষ করে, রাস্তার * উচ্চতা এবং ব্যাসার্ধ অনুযায়ী কাজ না করার ফলে রাস্তার মান অত্যন্ত নিম্নমানের হয়েছে। এছাড়া, রাস্তার জন্য নির্ধারিত প্যালাস‍্যালিং এবং বল্লি প্রদান করা হয়নি, যা প্রকল্পের উদ্দেশ্য পূর্ণ করতে সহায়ক হতে পারত।” তিন কিলোমিটার রাস্তার কাজই অবৈধ আত্মঘাতী ড্রেজার দিয়ে ফসলি জমি কেটে বালু ভরাট করা হয়েছে।এ বিষয়ে প্রকল্পের তত্ত্বাবধানে থাকা মহিলা মেম্বারের স্বামী হাবিব ও তার সন্তান বলেন তিন কিলোমিটার রাস্তার কাজ নিয়ম না মেনে করা হয়েছে। রাস্তার কাজ পুরোটা সম্পূর্ণ হয়নি সম্পন্ন বিল তুলে নেয়া হয়েছে।আমরা এলাকাবাসীর স্বার্থে বলছি কাজটা পূর্ণ তদন্ত করে নতুন করে সম্পূর্ন ভাবে কাজটা করা হোক।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি পূর্ণ তদন্ত করে জনগণের স্বার্থে পূর্ণ তদন্ত করে রাস্তার কাজটা সম্পন্ন করা হোক। এই প্রকল্পের সিবিসি ও ডুমুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে ও তার দেখা মেলেনি। মুঠোফোনে বারবার ফোন করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর